Agaminews
Dr. Neem Hakim

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ১২:১৪ অপরাহ্ন /
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

বিজনেস ফাইল ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পরপরই তার বিজয়ের খবর নিশ্চিত করে বার্তা সংস্থা এপি।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় নিউইয়র্কের মেয়র নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ৮৪ লাখের বেশি মানুষের এই শহর অর্থনীতি ও সংস্কৃতির বৈশ্বিক শক্তিকেন্দ্র। সেই শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া নেতা হিসেবে ইতিহাসে নাম লেখালেন মামদানি।

নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন জানায়, ১৯৮৯ সালের পর এবারই প্রথম শহরটিতে ভোটার উপস্থিতি ২০ লাখ ছাড়িয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার আগে বোর্ড এক বিবৃতিতে জানায়, এবার ভোটার উপস্থিতির হার ঐতিহাসিক মাত্রায় পৌঁছেছে।

মামদানি এখনও সরাসরি সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেননি, সামাজিক যোগাযোগমাধ্যমে আংশিকভাবে তার জয় স্বীকার করেছেন।

মামদানি তার নির্বাচনী প্রচারণায় ‘জীবনযাত্রার খরচ কমানো’কে মূল প্রতিশ্রুতি করে বানিয়ে ছিলেন। তিনি ভোটারদের দৈনন্দিন অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরছেন, যদিও তার এ অবস্থান ও ফিলিস্তিনপন্থি মন্তব্য নিয়ে দলের ভেতর ও বাইরে অনেক সমালোচনা হয়েছিল।

মামদানি তার নির্বাচনি ইশতেহারে ভাড়া নিয়ন্ত্রিত বাসিন্দাদের জন্য ভাড়া স্থগিত, বিনামূল্যে সর্বজনীন শিশুসেবা, শহরজুড়ে বিনামূল্যে বাস সেবা এবং সিটি পরিচালিত সস্তা মুদি দোকান চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

অর্থ জোগানোর পরিকল্পনায় তিনি করপোরেট করহার ১১.৫ শতাংশে উন্নীত করা এবং বছরে এক মিলিয়ন ডলারের বেশি আয়কারীদের ওপর অতিরিক্ত ২ শতাংশ আয়কর আরোপের প্রস্তাব দিয়েছেন।