ঢাকা   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রুহুল কবির রিজভী আহমেদ-এর সাথে ভালুকা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ নবীনগরে নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত বাজিতপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কটিয়াদীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জামায়াতের ছাগল বিতরণ কটিয়াদীতে আচমিতা ইউনিয়ন বিএনপির বর্তমান ও সাবেক সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই: ফখরুল ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি গাজার ধ্বংসস্তূপে অবিস্ফোরিত বোমা সরাতে লাগবে এক দশক সরকারের ঘোষিত সময়েই নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার

নতুন নেতৃত্ব পেলো রিহ্যাব, ওয়াহিদুজ্জামান-লিয়াকত প্যানেলের জয়জয়কার

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
  • 344 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) দ্বিবার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে জয় পেয়েছে মো. ওয়াহিদুজ্জামান-লিয়াকত আলী ভুইয়া প্যানেলের আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ।

ঢাকা ও চট্টগ্রাম মিলে ২৯টি পরিচালক পদের বিপরীতে ব্যবসায়ী ঐক্য পরিষদ ২৫টি পদে জয় পেয়েছে। এর মধ্যে ঢাকায় ২৬টি পরিচালক পদের বিপরীতে ২৩টিতে এবং চট্টগ্রামে তিনটি পরিচালক পদের বিপরীতে দুটিতে জয় পেয়েছে তারা।

মঙ্গলবার সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার দে।

এর আগে দিনভর রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর বিকালে শুরু হয় ভোট গণনা।

এ নির্বাচনের মধ্য দিয়ে ১৬ বছর পর নির্বাচিত কমিটি পেলো দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সমিতি রিহ্যাব। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। সেই কমিটির মেয়াদপূর্তির পর পর্ষদ গঠিত হচ্ছিল সমঝোতার ভিত্তিতে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার দে ঢাকা টাইমসকে বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে।

বিজয়ীরা হলেন- জাপান গার্ডেন সিটির মো. ওয়াহিদুজ্জামান (প্রাপ্ত ভোট ২৪৮), বেসিক বিল্ডার্স লিমিটেডের ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ প্রাপ্ত ভোট (২৪১), আক্তার প্রপার্টিজ লিমিটেডের মোহাম্মদ আক্তার বিশ্বাস (প্রাপ্ত ভোট ২২৬), ব্রিক ওয়ার্কার্সের লিয়াকত আলী ভূঁইয়া (প্রাপ্ত ভোট ২২০), র‌্যামস বিল্ডার্সের ইঞ্জিনিয়ার মো. মহসীন মিঞা (প্রাপ্ত ভোট ২১২), আরমা রিয়েল এস্টেটের আব্দুর রাজ্জাক (প্রাপ্ত ভোট ২১০), এশিউর ডেভেলপমেন্টের মো. শেখ সাদী (প্রাপ্ত ভোট ২০৫)।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০