ঢাকা   ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা : পুলিশ সুপার ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে

ধর্ষণের মূল কারণ লুকিয়ে আছে পুরুষের চিন্তায়

নির্মল বার্তা
  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ১২, ২০২০
  • 384 শেয়ার
মারিয়া সালাম
সিনিয়র সাংবাদিক, মারিয়া সালাম

আমাদের ছেলেবেলায় শহরে আমাদের পরিচিত কোন আত্মীয়াকেই বোরকা পরতে দেখি নি। আমাদের ফুফু, খালা, মামী বা কাকী এমনকি নানী বা দাদীও বোরকা পরতেন না।

এরপর দেখলাম বাড়ি গিয়ে জামাতের মহিলারা বলতেন, বোনেরা এক দোকানে এক জায়গায় কলা ছিলে রাখা হয়েছে আর একজায়গায় খোসাসহ রাখা, আপনারা কোনটা কিনবেন? সবাই একসাথে বলে উঠত, কোনটা আবার, খোসাসহটা।

কেন?

কারণ, খোসা ছাড়াটায় ময়লা পড়বে, মাছি বসবে, ইত্যাদি ইত্যাদি।তখন জামাতের মহিলারা বলতেন, এবার বুঝেন, যেসব মহিলারা বোরকা ছাড়া চলছেন, তারা ঐ খোসা ছাড়া কলার মতো, তাদের গায়ে ময়লা, মাছি।ময়লা, মাছি মানে পরপুরুষের কুনজর । তাদের দাম কি?

এরপর দেখলাম, মা, কাকী, মামী সবাই বোরকা পরে চলা শুরু করলেন। আমার ক্ষুদ্র মাথায় আসতো না, সারাজীবন ময়লা, মাছির সাথে কাটিয়ে এই বয়সে তাদের নিজেদের দাম বাড়ানোর দরকার কি?

যাই হোক, এখন ঘরে ঘরে সবাই বোরকা পরে ঘুরছে, বিশেষ করে গ্রামের মেয়েরা, তারা সবাই ময়লা ও মাছি মুক্ত।তাহলে গ্রামে ধর্ষণ হচ্ছে কেন বুঝে আসছে না
মাদ্রাসার মেয়েরা, ছেলেরা, তিনবছরের শিশু বা সত্তর বছরের বৃদ্ধা, তারা কেন ধর্ষিত হচ্ছে কেউ কি বলতে পারবেন?

শহরের রাস্তায় যেসব মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরে বের হয় বা ওড়না পরে না, তাদের ধর্ষিত হবার হার কেউ বলতে পারবেন? বা বাড়ির ভেতরে ঢুকে যেসব নারীকে ধর্ষণ করা হয়, তাদেরও কি বাড়ির ভেতরে বোরকা পরে বসে থাকা উচিত ছিল?

রোববার অনন্ত জলিল যা বলেছে, কয়েকদিন আগে অনলাইনে একটা টকশোতে হোস্টও সেই কথাই বলছিলেন ।উনি আরো বলছিলেন, মেয়েদের সন্ধ্যা পরে বাইরে বের হবার কি প্রয়োজন এবং একজন নারী পুরুষের মুখে মুখে তর্ক করলে সেই নারীকে কি করা উচিত?

উনি দীর্ঘদিন ইউরোপে বসবাস করছেন এবং মনে মনে এইসব চেতনা লালন করছেন। অনন্ত জলিল চলচিত্রে অভিনয় করছেন, আর মনে মনে মেয়েদের কলা ভাবছেন ।

আমার মতে, নারীর পোশাকে নয়, ধর্ষণের মূল কারণ লুকিয়ে আছে পুরুষের চিন্তায় । সেইসব নারী-পুরুষের মাথায়, মনে মনে যারা ভাবেন নারী কলা, খোলা থাকলে ময়লা পরবে বা নারী তেঁতুল, নারীর কথা মনে আসলেই জিব দিয়ে লালা ঝরবে, তা সে খোসাসমেত তেঁতুল হোক বা খোসা ছাড়া।

লেখক: সিনিয়র সাংবাদিক, মারিয়া সালাম

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০