ঢাকা   ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

দ্বিতীয়বারের স্বাধীনতার ফসল হিসেবে এগিয়ে যেতে হবে: শেখ মুজিবুর রহমান ইকবাল

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
  • 33 শেয়ার

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুড়ই ইউনিয়নে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বলেন, ছাত্র জনতার আন্দোলনে সাড়ে পনেরো বছর পর দ্বিতীয়বারের মতো স্বাধীনতার ফসল হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়াকে মামলা থেকে রেহাই না পাওয়া পর্যন্ত সংসদ নির্বাচন হতে পারে না। তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদ সরকারের পতনের কারণে আজ আমরা একটি স্বাধীন দেশ দ্বিতীয়বারের মতো দেখতে পারছি। এছাড়া মুক্তভাবে সভা সমাবেশ করতে পারছি।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক এড. বদরুল মোমেন মিঠু, বাজিতপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, এড. মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. মানিক, ডা. কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এই সম্মেলনটি সভাপতিত্ব করেন গুড়ই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের। অনুষ্ঠানটি পরিচালনা করেন গুড়ই ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো. জামাল উদ্দিন ।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০