ওই খানেতে একটি কবি প্রতীক্ষায়
আজীবন গুনছে প্রহর ঘুচবে দায়।
সূর্য ওঠা দিঘির জলে বুক ভাসিয়ে
একটি মেয়ে রোজ সকালে থাকতো চেয়ে।
সেই মেয়েটির অনেক কথা হয়নি শেষ
সেই কবিটি রয়েছে চেয়ে অনিমেষ।
প্রতিকূলতার বৈরী বাতাস গিলছে ঠাঁই
এমনি করে ঘর বাঁধাটা বিলীন প্রায়।
-বাবলু রহমান