ঢাকা   ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট, আসন থাকবে ৫০৫টি নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ কৃষক নিহত দক্ষিণ আফ্রিকায় সোনার খনিতে শতাধিক শ্রমিক নিহত জুলাইয়ের মধ্যেই নির্বাচন চায় বিএনপি বৈষম্যহীন ঐক্য পরিষদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ফরেন লোন বিষয়ক বাংলা ভাষায় নিঁখুত ও পূর্নাঙ্গ লেখার লেখক Abdullah Al Masum…. দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫) নিকলীতে বিএনপির কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

দক্ষিণ আফ্রিকায় সোনার খনিতে শতাধিক শ্রমিক নিহত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
  • 11 শেয়ার

বিজনেস ফাইল ডেস্ক
দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে আটকে পড়ে শতাধিক শ্রমিক নিহত হয়েছেন। খনিশ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থা মাইনিং অ্যাফেক্টেড কমিউনিটিস ইউনাইটেড ইন অ্যাকশন (ম্যাকুয়া) এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, উদ্ধারকারীরা বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনো চলছে।
পরিত্যক্ত সোনার খনিটি দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ থেকে ১৪০ কিলোমিটার (৯০ মাইল) দক্ষিণ-পশ্চিমে স্টিলফন্টেইনের কাছে অবস্থিত। স্থানীয়ভাবে ‘বাফেলসফন্টেইন’ সোনার খনি নামে পরিচিত এই খনিতে সোমবার (১৩ জানুয়ারি) পেশাদার উদ্ধারকারীরা একটি বড় খাঁচা পাঠায়।
দক্ষিণ আফ্রিকান ন্যাশনাল সিভিকস অর্গানাইজেশনের মুখপাত্র মজুকিসি জাম বলেন, ‘উদ্ধারকাজ ভালোভাবে চলছে। এ পর্যন্ত সাতজনকে ওপরে ওঠানো হয়েছে।’
ম্যাকুয়া গোষ্ঠীর মুখপাত্র সাবেলো মঙ্গুনি বলেন, ‘উদ্ধার করা শ্রমিকের সঙ্গে একটি মোবাইল ফোনও পাওয়া গেছে। সেখানে ধারণ করা দুটি ভিডিওতে দেখা গেছে, মাটির নিচে প্লাস্টিকে মোড়ানো ডজন ডজন মৃতদেহ পড়ে আছে। এ থেকে আশঙ্কা করা হচ্ছে, সেখানে মৃতের সংখ্যা শতাধিক হবে। সম্ভবত অনাহার কিংবা পানিশূন্যতায় তারা মারা গেছেন। ’
পুলিশ জানিয়েছে, সোনার খনিটি পরিত্যক্ত হওয়ায় সেখানে প্রবেশ অবৈধ ছিল। তাই গ্রেপ্তারের ভয়ে তারা সেখান থেকে বের হতে চাচ্ছেন না।
সাবেলো মঙ্গুনি বলেন, ‘সরকারি উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৯টি মরদেহ এবং ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ’ ভেতরে আরো অনেক শ্রমিক আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের মুখপাত্র সাবাটা মকগওয়াবোনে বলেন, ‘কতগুলো মৃতদেহ উদ্ধার হয়েছে এবং কতজন জীবিত উদ্ধার হয়েছে, সে বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। তবে এখনই প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না।’

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০