ঢাকা   ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রিয় ভোটারবৃন্দ, বিশ্বাস রাখুন এবার অসমাপ্ত কাজ সমাপ্ত করব: ব্যবসায়ী নেতা রবিউল হক বাদশা দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪) অন্তঃসত্ত্বার খবর গোপন রাখায় কটাক্ষ-অপমানের শিকার হয়েছিলেন ঐশ্বরিয়া ১৬ বছর ধরে গোপন কারাগারে গুম-নির্যাতন-খুনের নিউক্লিয়াস ‘হাসিনা’ ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা ৮ নভেম্বর দেশ ছাড়েন ওবায়দুল কাদের সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাধারণ মানুষের জীবনে বিপ্লবের সুফলতা আসেনি: ফরহাদ মজহার হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খানের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও আলোচনা সভা

ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
  • 12 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের কায়রোতে অনুষ্ঠিতব্য ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা আগামীকাল বুধবার ভোরে মিশরের কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে তার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রস্তুতি চলছে।

ডি-৮ হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য এই জোট গঠন করা হয়।

এ সম্মেলনে ড. ইউনূসের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে মিশর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে ডি-৮ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানায়। এবারের শীর্ষ সম্মেলনে ইন্দোনেশিয়া ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মিসরের কাছ থেকে ডি-৮ এর সভাপতিত্ব গ্রহণ করবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০