ঢাকা   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কামারখন্দে দলীয় প্রভাবে জলাধারের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করেছেন নায়েব রেজাউল করিম বিএভিএস হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্ধোধন বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহির রাজধানীতে কালকিনি ও মাদারীপুরের বিএনপি নেতাকর্মীদের সাথে মাহামুদ আলম সরদারের মতবিনিময় মিরপুরে অপরাজিতা পারিসার দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কটিয়াদীতে তারুণ্যের উৎসব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কটিয়াদীতে আগামীর বাংলাদেশ নিয়ে উপস্থিত বক্তব্য অনুষ্ঠিত শেরপুরে মিথ্যা প্রেমে এবার ফাঁসলেন মুন্সীগঞ্জের তরুণী, অবশেষে বিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়

ডিম ও মুরগির বাজার তদারকিতে কাপ্তান বাজারে এফবিসিসিআই প্রশাসক

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ২৮, ২০২৪
  • 71 শেয়ার
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান রোববার ডিম ও মুরগির পাইকারি বিক্রয়কেন্দ্র কাপ্তান বাজার পরিদর্শন করেন।

বিজনেস ফাইল প্রতিবেদক
ডিমের দাম নিয়ে দুই বছর ধরে তুমুল আলোচনার মধ্যে ‘কয়েকজন মিলে ফেইসবুকে’ খাদ্য পণ্যটির দাম নির্ধারণ করে দিচ্ছেন বলে তথ্য জানিয়েছেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

এভাবে দাম, নির্ধারণ প্রতিযোগিতা আইনের পরিপন্থি বলেও জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশাবাদের কথাও বলেছেন তিনি।

রোববার ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে রাজধানীর কাপ্তান বাজার পরিদর্শন করে শীর্ষ বাণিজ্য সংগঠন দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফবিসিসিআইয়ের নেতারা।

এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে ডিমের মূল্য ও সরবরাহ পরিস্থিতি বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করেন এফবিসিসিআই প্রশাসক।

পরিদর্শন কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি বলেন, ”আমরা বেশ কিছু তথ্য পেয়েছি কারা মাঝখানে এই ব্যবসাটা করে। আমরা আশা করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব।”

‘সব মধ্যস্বত্বভোগীকে হয়ত ধরা যাবে না’ মন্তব্য করে তিনি বলেন, “মেজর যারা মার্কেট নিয়ন্ত্রণ করে তাদের একটি তালিকা আমরা পেয়েছি। তারা কয়েকজন মিলে ফেইসবুকে দাম নির্ধারণ করে দিচ্ছে।”

কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়েও অংশ নেন হাফিজুর। বলেন, ”বাজার স্থিতিশীল রাখতে আপনাদের ভূমিকা দেখতে চায় এফবিসিসিআই। কেউ যদি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তাদের তথ্য আমাদের দিন। আমরা এসব তথ্য সরকারকে হস্তান্তর করব। সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

এফবিসিসিআইয়ের বাজার মনিটরিং সেল প্রয়োজনে ডিম-মুরগির সরবরাহকারী পর্যায়েও বাজার তদারকি করবে বলেও উল্লেখ করেন প্রশাসক।

কাপ্তান বাজারস্থ ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী ডিমের সরবরাহ বজায় থাকলে দাম কমে আসবে।

এফবিসিসিআই এর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমীন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি এবং ছাত্র সমন্বয়কসহ অন্যান্যরাও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০