Agaminews
Dr. Neem Hakim

ডাকসুর ফলাফল প্রত্যাখান করেছেন আবিদুল ইসলাম


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন /
ডাকসুর ফলাফল প্রত্যাখান করেছেন আবিদুল ইসলাম

বিজনেস ফাইল ডেস্ক
ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে তিনি একটি পোস্ট করেন।

এতে তিনি বলেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।

আবিদুলের এই পোস্টের আগেই অন্তত তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বড় ব্যবধানে এগিয়ে আছেন।