ঢাকা   ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এড. আব্দুস সত্তার পালোয়ানকে শুভেচ্ছা ড. পারভেজের মতো দক্ষ ব্যবসায়ীকে এফবিসিসিআই সভাপতি পদে দেখতে চাই: ব্যবসায়ী নেতা হাজী সালাউদ্দিন বাজিতপুরে মডেল মাল্টিপারপাস এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বাজিতপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগ দরিদ্র ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ মানিকগঞ্জে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ২৬ মার্চ ২০২৫) বাজিতপুর ইউএনও ফারাশিদ বিন এনাম দক্ষতা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করছেন আসন্ন ঈদে ট্রেন ও বাস যাত্রা নির্বিঘ্ন করতে ডাব্লিউবিবি ট্রাস্টের ক্যাম্পেইন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব নজরুল ইসলাম মুন্সীগঞ্জ স্যানিটারি এন্ড বয়লার বিজনেস ফোরাম-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জাতির পিতার জন্মবার্ষিকীতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০তম সিজার

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৭, ২০২৪
  • 980 শেয়ার

মো. ফারুক
আজ রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। বিশেষ এ দিনে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০তম সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হলো। সিজারিয়ানে জন্ম নেয়া শিশুর মায়ের নামা সুভা আক্তার ও বাবার নাম সন্দ্বীপ। বাড়ি কুলিয়ারচর উপজেলায়।
সিজারিয়ানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাবেয়া আক্তার, ডা. মুবাশ্বির আহমেদ, মেডিকেল অফিসার।
জানা যায়, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ৩ লক্ষ মানুষের চিকিৎসার চাহিদার প্রয়োজনে ২০১৮ সালে ৩১ শয্যা হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হয়। প্রতিষ্ঠার প্রায় ৬০ বছর পর ২০২২ সালের এপ্রিল মাসে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক প্রসূতি মায়ের সিজারিয়ানের মাধ্যমে প্রথমবারের মতো অস্ত্রোপচার কার্যক্রম চালু করা হয়।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, এখানে সিজারিয়ান সেকশন চালু হবার পর থেকে মান্যবর সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম স্যারের সার্বিক দিক নির্দেশনায় এ কার্যক্রম সফলভাবে চলছে। আজকে বিশেষ দিনে ৩০০ তম সিজারিয়ান কার্যক্রমে যাদের অক্লান্ত শ্রমে সফলভাবে সিজার সম্পন্ন হলো তাদের মধ্যে সার্জন ডা. কামরুন্নাহার দিলু, ডা. মাহবুবুর রহমান (এ্যানেস:) সংশ্লিষ্ট মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স (ওটি) সহ অপারেশন থিয়েটার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গত বছরের মে মাসে সেবার মান উন্নয়ন ও সার্বিক বিষয় জরিপে ‘হেলথ সিস্টেম পারফরমেন্সে’  বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দেশের ৪২৫ উপজেলার মধ্যে সেরা ১০ এ স্থান পেয়ে দেশব্যাপী আলোচিত হয়।

 

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০