ঢাকা   ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪) দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪) সাবেক এমপি শম্ভু ৬ দিনের রিমান্ডে বাংলাদেশি পর্যটক কম, কলকাতার ব্যবসা-বাণিজ্যে ধস বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি: রিজভী নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র আর নেই ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি ব্যাংক মালিকদের এফবিসিসিআইতে সভাপতি হিসেবে দেখতে চাই না: মাহবুবুর রহমান খান শেরপুর সদর হাসপাতালের অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকের গলা চেপে ধরলেন তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা

জনগণের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে চাই: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, নভেম্বর ১১, ২০২৪
  • 29 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
আমি কোনো রাজনৈতিক দল, নিজের কোম্পানি ও আত্মীয়-স্বজন কারও কোনো প্রতিনিধিত্ব করছি না বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সেখ বশির উদ্দিন। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে চাই।

সোমবার (১১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর উপদেষ্টা বশির বলেন বলেন, মুদ্রাস্ফীতির ফলে ভোক্তাদের যে পরিমাণ খরচ বেড়েছে, সেই তুলনায় ক্রয় ক্ষমতা বাড়েনি। কোনো মন্ত্রের মাধ্যমে তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। এ ব্যাপারে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আমি কোনো রাজনৈতিক দল বা নিজের কোম্পানি ও আত্মীয়-স্বজন কারও কোনো প্রতিনিধিত্ব করছি না এখন। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের নতুন এ উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০