ঢাকা   ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে প্রথমবারের মতো ৩ দিনব্যাপী ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো মেজর জেনারেল (অ.) মাসুদুর রহমান উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান পুনঃনির্বাচিত দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫) ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করতে দুদকের চিঠি ১০ লাখের বেশি মৃত ভোটারের তথ্য মিলেছে চলছে বিশ্ব ইজতেমা, ইবাদত বয়ান জিকিরে মুখর তুরাগ তীর লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেটের বিচার শুরু ভারত থেকে একদিনে এলো ১২৫ মেট্রিক টন চাল

চুনারুঘাটে নিরীহ ব্যক্তির জায়গা দখলের চেষ্টা, হামলার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
  • 48 শেয়ার

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭ নং উবাহাটা ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে ফরিদ আহমেদ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ রয়েছে একই গ্রামের বিল্লাল ও তার লোকজনের বিরুদ্ধে। বিল্লাল ও তার লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছেন তিনি। যেকারণে প্রাণভয়ে ফরিদ এখন বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান।
জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাজ্জাকপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে বিল্লাল ও ফারুক দীর্ঘ দিন ধরে ফরিদের জমি দখলের চেষ্টা করে আসছে। তারা ফরিদের জায়গা জমি অবৈধভাবে আত্মসাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত ২০ নভেম্বর বিল্লাল ও ফারুক তাদের দলবল নিয়ে দিনেদুপুরে বীরদর্পে সন্ত্রাসী স্টাইলে ফরিদ আহমদ এর পুকুর থেকে মাছ নিধন করে। যার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।এর দুই দিন পর অর্থাৎ ২৩ নভেম্বর ফরিদ আহমেদ এর দখলীকৃত ভূমি থেকে আম গাছ জলপাই গাছ সহ বিভিন্ন জাতের গাছ কেটে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে ফরিদ আহমদ শায়েস্তাগঞ্জ থেকে বাড়ীতে গিয়ে বিল্লাল গং দের জিজ্ঞেস করলে তারা ক্ষিপ্ত হয়ে ফরিদ আহমদ এর উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। এসময় উল্লেখিতরা তার একটি দামী মোবাইল ও পকেট থেকে ৬০ হাজার টাকা নিয়ে যায় বলে তিনি জানান। এছাড়া অনধিকারে জোরপূর্বক ফরিদের বসতঘরে ঢুকে জায়গা জমির ও ব্যবসায়িক বিভিন্ন কাগজপত্র এবং কয়েকটি ব্যাংক চেক নিয়ে যায়। এবিষয়ে স্হানীয় ওয়ার্ড মেম্বার আয়ূব আলীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ফরিদ আহমদ আমাকে মাছ ও গাছ কেটে নেওয়ার বিষয়টি জানালে আমি ঘটনাস্থলে গিয়ে বিল্লাল ও ফারুককে জিজ্ঞেস করি।এতে তারা কোন সদুত্তর দেয়নি। এদিকে ফরিদ আহমদ তাদের অত্যাচারে ও হুমকি ধামকিতে জীবনের ঝুঁকি নিয়ে জীবন যাপন করছেন।যেকোনো সময় বিল্লাল ও তার লোকজন হামলা করতে পারে বলে আশংকা করছেন তিনি। এবিষয়ে ফরিদ আহমদ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০