ঢাকা   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৮ টাকা বেড়ে ১২০

নির্মল বার্তা
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১৬, ২০২০
  • 126 শেয়ার
চা শ্রমিক
চা শ্রমিক

চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ল ১৮ টাকা। এখন থেকে দৈনিক ১০২ টাকার পরিবর্তে ১২০ টাকা করে মজুরি দেয়া হবে। এ চুক্তিতে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব বর্ধিত মজুরি পাবেন চা শ্রমিকরা। আপাতত বকেয়া হিসেবে তিন হাজার টাকা করে দেয়া হবে।

টানা ১১ ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত আসে। বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রভিডেন্ট ফান্ড অফিসে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে শ্রমিক ইউনিয়ন ও চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের নেতাদের বৈঠক শুরু হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

মাখন লাল কর্মকার জানান, বৈঠকে দুর্গাপূজার আগেই চা শ্রমিকদের দাবি মেনে নিয়ে নতুন মজুরি দেয়ার দাবি জানানো হয়। অপরদিকে বাংলাদেশীয় চা-সংসদের নেতারা বর্তমান চায়ের বাজারের অবস্থা তুলে ধরে তার ওপর ভিত্তি করে নতুন মজুরির সিদ্ধান্ত নিতে বক্তব্য রাখেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি পঙ্কজ কুণ্ডু ও বালিশিরা ভ্যালী কার্যকরী কমিটির সভাপতি বিজয় হাজরা, বাংলাদেশীয় চা সংসদের তাহসিন আহমদ চৌধুরী প্রমুখ

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাম ভোজন কৈরি বলেন, এখন চা শ্রমিকরা দৈনিক মজুরি ১০২ টাকার বদলে ১২০ টাকা পাবেন। চুক্তি অনুযায়ী ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এই মজুরি কার্যকর হবে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে বছরের ১৮ অক্টোবর পর্যন্ত বকেয়া মজুরি চার দফায় পরিশোধ করা হবে।

তিনি আরো বলেন, নতুন মজুরি দেয়া শুরু হবে ১৯ অক্টোবর থেকে। আপাতত বকেয়া হিসেবে মজুরির সঙ্গে অতিরিক্ত তিন হাজার টাকা করে পাবেন চা শ্রমিকরা। এ নিয়ে বৃহস্পতিবার একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরিত হলে চা শ্রমিকরা বর্ধিত উৎসব বোনাসও পাবেন।

গত ৭ অক্টোবর থেকে দেশের সব চা বাগানে মজুরি বৃদ্ধির দাবিতে প্রতিদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।

ভিডিও দেখতে ক্লিক করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০