ঢাকা   ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুমকি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার ফেনীতে বিএনপির জনসভায় যা বললেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ‘মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’

ঘন কালো চুলের জন্য জুসের রেসিপি

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ৯, ২০২০
  • 195 শেয়ার
জুস
শসা ও গাজরের জুস

আনব্যালেন্সড ডায়েট শুধুমাত্র আপনার শরীরের ক্ষতি করে তা না, আপনার চুলের জন্যও এটা ভীষণ ক্ষতিকারক? আর তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা তা হল, আপনার চুল বেড়ে উঠার জন্য যে পুষ্টিটা দরকার তা কিন্তু আসবে আপনার শরীরের ভেতর থেকেই।

আপনি যদি সুন্দর ও সাস্থ্যসম্মত চুল চান তবে আপনাকে অবশ্যই ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। সুতরাং আপনি যদি ডায়েট করেন তবে আপনার খাবারের তালিকায় যেন অবশ্যই শাকসবজি এবং ফলমূল থাকে। যেসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এতে করে আপনার ডায়েটও হল আবার চুলেরও কোন ধরণের ক্ষতি হল না। বরং আপনার ফিটনেসের সাথে সাথে চুলও হল অনেক বেশি সুন্দর।

জুস এমন একটি খাবার যা অনেক সহজে এবং অতি দ্রুত আপনার শরীরের ভেতর থেকে আপনার ত্বককে করবে সুন্দর। অন্যান্য খাবারের চেয়ে জুস অনেক বেশি তাড়াতাড়ি কাজ করে।

এমন একটি জুসের রেসিপি যা আপনার চুল পড়া কমাবে এবং তার সাথে সাথে চুলকে করে তুলবে সুন্দর ও মসৃণ ।

শসা ও গাজরের জুস-

শসা এমন একটি খাবার যাতে রয়েছে পটাসিয়াম, সিলিকা, সালফার, ভিটামিন সি এবং বেটা ক্যারোটিন যা আপনার চুলকে বেড়ে উঠতে সাহায্য করবে। আর গাজর আপনার চুল পড়ার প্রতিষেধক হিসেবে কাজ করবে। তাহলে জেনে নিই কীভাবে তৈরি করবেন এই শসা ও গাজরের জুস-

গাজর – ৪ টি
শসা – ১ টি
আপেল – ১ টি

ভালো করে গাজর, শসা ও আপেল ধুয়ে পরিষ্কার করে নিন। ছোট ছোট টুকরা করে কেটে নিন সবগুলো উপাদান। অল্প পানিসহ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্যস তৈরি হয়ে গেল চুলের জন্য পুষ্টিকর জুস।

চুলের জন্য দারুণ পুষ্টিকর এই জুসটি শুধুমাত্র যে আপনার চুলের বেড়ে উঠা এবং চুল পরা কমানোর জন্যেই কাজ করছে তা না। আপনার ত্বককেও ভেতর থেকে করে তুলছে অনেক বেশি সুন্দর।

চুলের জন্য আমরা নানা কিছু ব্যবহার করি। অবশ্যই চুলের যত্ন নিতে চুলে বিভিন্ন কিছু ব্যবহারের প্রয়োজন আছে। কিন্তু আসল সৌন্দর্য তখনই নজর কাড়বে যখন ভেতর থেকেই চুল থাকবে স্বাস্থ্যবান । সুতরাং বেশি বেশি জুস খান এবং আপনার চুলকে অনেক কম সময়ে করে তুলুন এতটা সুন্দর এবং হেলদি যাতে সবার নজর কেড়ে নেয়। কম সময়ে হয়ে উঠুন ঘন ও লম্বা চুলের অধিকারী।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০