ঢাকা   ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

গোমস্তাপুরে উৎসবমুখর পরিবেশে পহেলা নববর্ষ উদযাপন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ১৫, ২০২৪
  • 142 শেয়ার

মোঃ দুলাল আলী, গোমস্তাপুর প্রতিনিধি
বাঙালি সাংস্কৃতিক রয়েছে হাজার বছরে সমৃদ্ধ ইতিহাস। আর বাঙালির এই হাজার বছরের সাংস্কৃতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল পহেলা বৈশাখ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি
মুঃ জিয়াউর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি চৌধুরী জুবায়ের আহমেদ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা হামিদুর রহমান, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম সোনার্দী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কাউসার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সংবাদকর্মী সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০