ঢাকা   ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা : পুলিশ সুপার ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দ এহসানুল হুদার উদ্যোগে দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শনিবার, জুন ২৯, ২০২৪
  • 198 শেয়ার

মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা ।
আজ শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার দিলালপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে অনুষ্ঠিত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট মোঃ শাহ আলম, এডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, বাজিতপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তানভীরুল হক খান সোহেল,বাজিতপুর পৌর যুবদলের সভাপতি আহসান উদ্দিন বিপু, সাধারণ সম্পাদক আহম্মদ মিয়া, সাংগঠনিক সম্পাদক পারভেজ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাসান, ফ্রিডম সোহেল মাহমুদ, আক্তার মেম্বার সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করে তারা বলেন, অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বশত ভিত্তিহীন মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে ও দেশের জনগণ থেকে দূরে রাখা হয়েছে। আমাদের নেত্রী দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় বিভিন্ন ধরণের শারীরিক রোগে আক্রান্ত হয়ে পড়ে। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে না দিয়ে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম খালেদা জিয়ার কিছু হয়ে গেলে এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে, আওয়ামী লীগকে নিতে হবে। আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য দিয়ে মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। এই দুঃশাসন আর বেশিদিন থাকবে না। এদেশের মানুষ দুর্নীতিবাজ, লুটেরা ও অর্থ পাচারকারী সরকারকে ক্ষমা করবে না।
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০