ঢাকা   ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা : পুলিশ সুপার ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে

কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
  • 115 শেয়ার

স্টাফ রিপোর্টার
পুরান ঢাকার সাকরাইন অনুষ্ঠান যেমন ঢাকা বাসি’র ঐতিহ্যকে বহন করে চলেছে, তেমনি শুভাঢ্যা’র পৌষ সংক্রান্তি মেলা ও ঘুড়ি উৎসব দক্ষিণ কেরানীগঞ্জের প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলেছে।
আজ ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সার্বজনীন শ্মশানঘাট মন্দির কমিটির উদ্যোগে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক পলাশ চন্দ্র দাস জানান প্রায় দেড় যুগ আগে এই অনুষ্ঠানটির পূর্বের জায়গা বিক্রি হয়ে যাওয়ার কারণে, ২-৩ বছর অনুষ্ঠানটি বন্ধ ছিল। পরবর্তীতে শুভাঢ্যা সার্বজনীন শ্মশান ঘাট মন্দির কমিটি উক্ত অনুষ্ঠানটি পুনরায় শুরু করে। এখন প্রায় ১৮ বছর যাবত অনুষ্ঠানটি যথাযথ ভাবগাম্ভীর্যের সহিত উদযাপিত হয়ে আসছে।
তিনি আরো বলেন, প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যকে ধারণ করে রাখতে পারাতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। হাজার হাজার মানুষ বর্তমানে এই অনুষ্ঠানে সমবেত হয়। যদি আমরা এই ঐতিহ্যকে ধরে রাখতে না পারতাম তাহলে আমাদের বর্তমান প্রজন্মকে উক্ত অনুষ্ঠান থেকে বঞ্চিত করতাম এবং ঠকাতাম। বর্তমান প্রজন্ম যখন মেলায় এসে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যকে উপভোগ করতে পারে এবং আনন্দ করতে পারে তখন আমার খুবই ভালো লাগে। এই ঐতিহ্য শত শত বছর বেঁচে থাক আমরা শুভাঢ্যা বাসি এবং শুভাঢ্যা সার্বজনীন শ্মশানঘাট মন্দির কমিটি মনে-প্রানে এই কামনা করি।
মন্দির কমিটির প্রধান উপদেষ্টা জে.কো ব্যাটারির সত্বাধিকারী বিমল চন্দ্র মন্ডল, সভাপতি সমীর চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক পলাশ মন্ডল ও এডভোকেট শেখর চন্দ্র দাস বলেন- উক্ত অনুষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও রক্ষাকালী মায়ের মন্দিরের উন্নয়নের কাজে আমরা সামনে হাত দিতে চাই। এ অনুষ্ঠান আরো আলোকিত ও উদ্ভাসিত হয়ে উঠুক এটাই আমাদের প্রাণের দাবি। সবাইকে আগামীতে সার্বিকভাবে সাথে থাকার জন্য ও সহযোগিতা করার জন্য, তারা আন্তরিকভাবে অনুরোধ করেছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০