ঢাকা   ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি

কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
  • 32 শেয়ার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কুইজ ও অলিম্পিয়াড, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বুধবার বিকেলে শেষ হল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫।’
এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় ‘ এই প্রতিপাদ্যে কুমারখালী পৌর শিশু পার্কে দুইদিন ব্যাপী এ আয়োজন করে উপজেলা প্রশাসন।
আয়োজকরা জানায়, গত মঙ্গলবার সকালে আলোচনা সভার মাধ্যমে কুমারখালী পৌর শিশু পার্কে তারুণ্যের উৎসব শুরু হয়। এরপর একে একে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কুইজ ও অলিম্পিয়াড, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১০ টায় বার্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিশুপার্ক, হাসপাতাল মোড়, থানামোড়, গণমোড় প্রদক্ষিণ করে পুনরায় শিশুপার্কে এসে শেষ হয়। এরপর’ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ‘ শীর্ষক কর্মশালা, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিকেল শেষ হয় এ আয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সমন্বয়ক, নাগরিক কমিটির সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন,’ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ‘ শীর্ষক কর্মশালা, বার্ণাঢ্য শোভাযাত্রা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কুইজ ও অলিম্পিয়াড, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব শেষ হয়েছে। তারুণ্যের উপজেলা পর্যায়ের ভাবনাগুলো জেলায় পাঠানো হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০