ঢাকা   ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কিডনি রোগীদের বিদেশমুখিতা কমাতে রেনাল অ্যাসোসিয়েশনের ১১ প্রস্তাব চাঁদাবাজি ও তদবির বাণিজ্যর অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ নেতা আটক কটিয়াদীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাহানারা উচ্চ বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন ফেনীর ফুলগাজীতে শিশু ধর্ষণের চেষ্টা, চা দোকানদার গ্রেপ্তার বাজিতপুরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশে কিডনি রোগীর প্রায় ৩ কোটি ৮০ লাখ, স্বাস্থ্যসম্মত জীবনযাপনে কিডনি রোগ এড়ানো সম্ভব ফেনীতে মোবাইল কোর্টের অভিযানে ১৫ মামলা, জরিমানা ৫১ হাজার ৫০০ টাকা ডাকাতির প্রস্তুতিকালে ফেনী ফাজিলপুর হাইওয়ে পুলিশের হাতে আটক ৫ বিজনেস ফাইলের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফার চাচা আর নেই

কিডনি রোগীদের বিদেশমুখিতা কমাতে রেনাল অ্যাসোসিয়েশনের ১১ প্রস্তাব

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, মার্চ ১২, ২০২৫
  • 11 শেয়ার

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে কিডনি রোগীদের চিকিৎসা ব্যয়বহুল ও সীমিত পরিসরে থাকায় প্রতিবছর অসংখ্য রোগী উন্নত চিকিৎসার নিতে বিদেশে যান। বিশেষত, কিডনি প্রতিস্থাপন ও ডায়ালাইসিস সুবিধা পর্যাপ্ত না থাকায় রোগীরা ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এই প্রবণতা রোধ করতে ১১টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন।

বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত বিশ্ব কিডনি দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব জানায় সংগঠনটি।
প্রস্তাবনায় বলা হয়েছে— কিডনি রোগের ভয়াবহ পরিমাণ জনসাধারণের কাছে প্রচার করতে হবে; প্রাথমিক কিডনি রোগ শনাক্তকরণকে ইউনিয়ন পর্যায়ে পৌঁছাতে হবে; দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস ব্যবস্থা করতে হবে; সিএপিডি ফ্লুইডের দাম জনসাধারণের কয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে; লাইভ রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কিডনি ডোনারের পরিমাণ বাড়াতে হবে; ‘ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে রেনাল রেজিস্ট্রেশন সিস্টেম চালু করতে হবে; চিকিৎসকদের যথাসময়ে পদোন্নতির ব্যবস্থা করতে হবে; কিডনি বিশেষজ্ঞ তৈরির জন্য এমডি কোর্স বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্তৃত করতে হবে; বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজন অনুযায়ী সুষম ভাবে বণ্টন করতে হবে এবং কিডনি রোগীদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা সহ কিডনি রোগের চিকিৎসা দেশে করতে হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. মোহাম্মদ ফরহাদ হাসান চৌধুরী বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩০ থেকে ৪০ হাজার রোগীর কিডনি বিকল হয়। কিন্তু চিকিৎসা পায় মাত্র ১৫-২০ শতাংশ রোগী। ফলে বাকি ৮০ শতাংশ মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। দেশে কিডনি চিকিৎসার পরিধি বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এই ১১ দফা বাস্তবায়ন করা গেলে কিডনি রোগীদের বিদেশমুখিতা কমবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএসএমএমইউ-এর নেফ্রোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. নজরুল ইসলাম, কেএএমএস- সভাপতি প্রফেসর এম. এ. সামাদ, পপুলার মেডিকেল কলেজের অধ্যাপক মোহিবুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে আগামীকাল সকাল ৭টায় বিএসএমএমইউ বটতলা থেকে একটি র‍্যালি অনুষ্ঠিত হবে। এরপর সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০