ঢাকা   ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা : পুলিশ সুপার ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে

কপ২৯ সম্মেলন: ড. ইউনূস আজ আজারবাইজান সফরে যাচ্ছেন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, নভেম্বর ১১, ২০২৪
  • 60 শেয়ার

আজাহার আলী সরকার
জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে আজারবাইজানের বাকুতে বসছে ‘কনফারেন্স অব দ্য পার্টিসের’ (কপ) ২৯তম সম্মেলন। এ সম্মেলনে যোগ দিতে আজ চারদিনের সফরে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
কূটনৈতিক সূত্রমতে, প্রধান উপদেষ্টা ১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে অবস্থান করবেন। সম্মেলন চলবে ১১-২২ নভেম্বর পর্যন্ত। প্রধান উপদেষ্টা জলবায়ু সম্মেলনে যোগ দেয়ার পাশাপা‌শি বাকুতে বি‌ভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, বাংলাদেশ তাদের মধ্যে একটি। ফলে এবারের সম্মেলনেও নিজেদের দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন সুপারিশ তুলে ধরবে ঢাকা।
কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশ ও দরিদ্র দেশগুলোর ঝুঁকি কমানোর ওপর গুরুত্বারোপ করবেন অধ্যাপক ইউনূস। পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা তুলে ধরবে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তহবিল ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’, প্যারিস চুক্তির তহবিল এবং জলবায়ু উদ্বাস্তুদের কথা তুলে ধরার সম্ভাবনা রয়েছে। এছাড়া উন্নত দেশগুলো থেকে সবুজ প্রযুক্তিতে সহায়তা চাইতে পারে বাংলাদেশ।
গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার গঠনের পর ড. ইউনূস প্রথম বিদেশ সফর করেন যুক্তরাষ্ট্রে। প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেন। নিউইয়র্কের পর দ্বিতীয় বিদেশ সফরে আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ২০২১ সালের সম্মেলনে অংশ নিলেও গত দুটি সম্মেলনে (২০২৩ ও ২০২৪) সালে অংশগ্রহণ করেননি বাংলাদেশের তৎকালীন সরকার প্রধান।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০