ঢাকা   ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
  • 3 শেয়ার

স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আজ বাংলাদেশ মাঠে নেমেছিল সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। দ্বিতীয় ম্যাচেও বজায় ছিল দাপট। ২৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে টাইগাররা।

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় কিংসটাউনের আর্নোস ভেলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। আগে ব্যাট করতে নেমে টাইগাররা গড়ে ১২৯ রানের সংগ্রহ। টাইগারদের মামুলি পুঁজি তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। তবে ইনিংসের তৃতীয় ওভারেই তাদের ঝড় থামান তাসকিন। বোলিংয়ে এসে প্রথম বলেই কিংকে ফেরান এই পেসার। তাসকিনের দারুণ এক লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার (৮)।

ওভারের শেষ বলে ফ্লেচারকেও উইকেটের পেছনে ক্যাচ বানান তাসকিন। ৪ বলে শূন্য রানে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।

ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে বাউন্ডারি হজমের পর তিন বল ব্যবধানে চার্লসকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মেহেদী। অ্যাক্রোস দ্য লাইনে খেলতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়ে ১৪ রান করে ফেরেন এই ব্যাটার। রিভিভ নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি।

এরপর ব্যাট হাতে নেমে মেহেদীর বিপক্ষে স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিলেন না নিকোলাস পুরান। টানা ৪ ডটের পর পঞ্চম বলে অ্যাক্রোস দ্য লাইনে খেলতে চেয়েছিলেন বাঁ-হাতি এই ব্যাটার। তবে এজ হয়ে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরেন ৫ রান করা পুরান।

ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসে ‘জীবন’ পাওয়া রোভম্যান পাওয়েলকে ফেরান হাসান মাহমুদ। তরুণ এই পেসারের মিডল ও লেগ স্টাম্পের হার্ড লেংথ ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে ড্রাইভ দিয়ে দারুণ এক ক্যাচ নেন মিরাজ। ৭ বলে ৬ রানে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

এর আগে, ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে আজও হতাশায় পুরিয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। আকিল হোসেনের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরার আগে ১০ বলে মাত্র ৩ রান করেন এই ওপেনার।

এরপর তানজিদ তামিমও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। রোস্টন চেজের বলে বোল্ড হয়ে ৪ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার।

শুরুর ধাক্কা সামলে নেয়ার চেষ্টা চালিয়েছিলেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ৩৯ রানে রানআউট হয়ে সৌম্য ফিরলে ভাঙে তাদের ২৮ রানের জুটি।

পরের ওভারেই সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। আলজারি জোসেফের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।

সৌম্য আর মিরাজের পর রিশাদ হোসেনও দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। গুড়াকেশ মোতির বলে বোল্ড হয়ে ৪ বলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

রিশাদের বিদায়ে মাত্র ৫২ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে বৃষ্টি বাধার পর প্রথমে আগ্রাসী হওয়ার ইঙ্গিত দেন জাকের আলী। প্রেসিডেন্ট বক্সের ওপর ছক্কা হাঁকান উইকেটকিপার এই ব্যাটার। মাঝে মোতির বলে বোল্ড হয়ে ১১ বলে ১১ রানে ফেরেন শেখ মেহেদি।

৭২ রানে ৬ উইকেট হারানোর পর দলীয় পুঁজি বাড়ানোর চেষ্টা চালিয়েছিলেন জাকের ও শামীম। তবে এই জুটিও বেশিদূর এগোয়নি। বেশ সাবলীল ব্যাটিং করলেও ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফেরেন জাকের। ম্যাককয়ের স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে লং-অনে রোভম্যান পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে ২১ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

৮৮ রানেই ৭ উইকেট হারানোর পর দলীয় ১০০ এর আগেই অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল। তবে শামীম হোসেন পাটোয়ারীর ১৭ বলে ৩৫ রানে ভর করে নির্ধারিক ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রানে থামে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৫ রানে দুটি উইকেট নেন গুড়াকেশ মোতি। এ ছাড়া আকিল হোসেন, রোস্টন চেজ, আলজারি জোসেফ ও ওডেব ম্যাককয় একটি করে নেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০