ঢাকা   ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা তিব্বতে যমুনার উৎসমুখে নদী শাসনে বদলে যেতে পারে নদী মাতৃক বাংলাদেশের মানচিত্র নির্বাচনে বেশি সময় নিলে গণঅভ্যুত্থানের মূল চেতনা বেহাত হতে পারে: অধ্যাপক বকুল টিউলিপের অর্থপাচারের অভিযোগ তদন্ত শুরু এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পিকআপ, নিহত ৩ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস রাজধানীতে প্রথমবারের মতো ৩ দিনব্যাপী ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
  • 4 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
চলতি দায়িত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া।

তাকে এ নিয়োগ দিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

আব্দুর রশিদ মিয়া এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিয়োগের শর্তে বলা হয়েছে, এ চলতি দায়িত্ব সাময়িকভাবে ছয় মাস পর্যন্ত বহাল থাকবে। ছয় মাসের বেশি চলতি দায়িত্ব দেওয়ার প্রয়োজন হলে ছয় মাস পার হওয়ার আগে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটি বা বোর্ডের অনুমোদন নিতে হবে।

এ চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না। চলতি দায়িত্ব পালনকারী কর্মচারী চলতি দায়িত্ব পালনের কারণে চলতি দায়িত্বের পদে বা অন্য কোনো পদে বদলি বা পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উচ্চতর পদের পদবি ব্যবহার করবেন এবং তার সঙ্গে ‘চলতি দায়িত্ব’ শব্দ ব্যবহার করবেন। ২০২৩ সালের ১৮ এপ্রিল জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনের শর্তাবলী প্রযোজ্য হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০