ঢাকা   ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুমকি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার ফেনীতে বিএনপির জনসভায় যা বললেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ‘মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’

এমজেসিবি’র আয়োজনে দোয়া অনুষ্ঠিত

নির্মল বার্তা
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ১৪, ২০২০
  • 142 শেয়ার

মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের (এমজেসিবি) আয়োজনে বাড্ডায় সংগঠনের উপদেষ্টা আবুল কালাম, সদস্য রেজাউল করিম এবং সদস্য মনির উদ্দিন ফিরোজের মৃত্যুতে মরহুমদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বুধবারের দোয়া অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার ডাকের সিনিয়র সাব-এডিটর বাদল চৌধুরী মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, আমাদের সংগঠনের তিনজন প্রতিভাবান ভদ্র ও ভালো মনের মানুষ পরপারে চলে গেছেন। এতে সংগঠনের তথা সাংবাদিক অঙ্গনে শূন্যতা অনুভব করছি, এই শূন্যতা পূরণ হবার নয়।

এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের কার্যনির্বাহী কমিটির রাহাত হুসাইন ভূঁইয়া, আনিসুল ইসলাম পলাশ , রিপন হাওলাদার , এডভোকেট নূর হোসেনসহ দারুল ফুলুন ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক, ছাত্রবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি সাইদুর রহমান।

উল্লেখ্য আবুল কালাম আজাদ ২৩ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও প্রায় তিন যুগের মতো দৈনিক ইত্তেফাকে চাকুরী করেন। পরবর্তীতে তিনি মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা এবং দৈনিক বাংলার ডাকে কর্মরত ছিলেন।

রেজাউল করিম ১১ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন যুগ্ন- সম্পাদকের দায়িত্ব পালন করেন ও দৈনিক বাংলার ডাকে কর্মরত ছিলেন। মনির উদ্দিন ফিরোজ অপু ৪ অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য ও ডেইলি সান পত্রিকায় কর্মরত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০