ঢাকা   ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা : পুলিশ সুপার ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে

এডাব ফেনী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন, আনোয়ারুল আহ্বায়ক, সদস্য সচিব রাসেল

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
  • 41 শেয়ার

বিজনেস ফাইল ডেস্ক
অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) ফেনী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২৮ ডিসেম্বর) ফেনীর সবুজ বাংলা কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এডাব ফেনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন এডাব ফেনী জেলা শাখার সভাপতি কাজী সালাহ উদ্দিন নোমান। এতে সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ ফোরকান। সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা এডাব এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়া ইসলাম, সদস্য ছিদ্দিক আল মামুন, জয়নাল আবেদীন রাসেল ও ফরিদা ইয়াসমিন প্রমুখ।

সভার শুরুতে নির্বাচন ইস্যু নিয়ে কিছু বাক-বিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে অপেক-এর নির্বাহী পরিচালক আনোয়ারুল আজিজ এবং সদস্য সচিব হিসেবে সবুজ বাংলা নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেলকে মনোনীত করা হয়। এছাড়া ফেয়ার এর চেয়ারম্যান কাজী সালাহ উদ্দিন নোমান, একতা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রোকেয়া ইসলাম এবং আলোকিত ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান সিদ্দিক আল মামুনকে সদস্য করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এডাব ফেনীর ২০২৪ এর নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশন কিশান মোশাররফ এডাব ফেনী জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০