ঢাকা   ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুমকি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার ফেনীতে বিএনপির জনসভায় যা বললেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ‘মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
  • 27 শেয়ার

আব্দুল্লাহ আল মামুন, ফেনী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশের ন্যায় ফেনীতেও জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সরকারের উদ্দেশ্যে জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি না দেয়া হয়; তাহলে সংগঠনের কর্মসূচি আরো বেগমান করবে বলে মন্তব্য করেছেন জেলার নেতৃবৃন্দরা।
(১৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকেলে শহরের ঐতিহাসিক মিজান ময়দানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমীর শামসুদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জামাল উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আনম আবদুর রহিম, পেশাজিবী সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক,জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল, ও শহর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক। এছাড়াও জেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা- কর্মী অংশ নেয়।
নেতৃবৃন্দরা আরো বলেন, ফ্যাসিবাদি সরকারের আমলে করা মিথ্যা মামলায় বিভিন্ন দলের নেতা-কর্মীদের ৫ আগস্টের পর মুক্তি পান। অথচ আমাদের মজলুম নেতা এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলায় কারাবাসে রয়েছে। কিন্তু এখনো তাকে মুক্তি না দেওয়ার কারনটা কি? আমাদের নেতাকে মুক্তি না দিলে সারা দেশে নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে যাবো । যতক্ষণ পর্যন্ত তিনি মুক্তি না পায়, ততক্ষণ পর্যন্ত আন্দোলন বন্ধ করা যাবে না।
সমাবেশ শেষে জামায়াত নেতার মুক্তির দাবিতে সভাস্থল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে সেই জুলাই বিপ্লবে মহিপালের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদদের স্মরণে দোয়া মুনাজাতের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০