ঢাকা   ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :

এক কবুতরের দাম ১৬ কোটি!

বিবিসি
  • প্রকাশিত : বুধবার, নভেম্বর ১৮, ২০২০
  • 196 শেয়ার
কবুতর

এক বা দুই নয় বেলজিয়ামে নিলামে তোলা একটি কবুতর পুরো ১৬ কোটি (১৯ লাখ ডলার) টাকায় কিনেছেন চীনের একজন ধনবান ব্যক্তি। দুই বছর বয়সী স্ত্রী কবুতরটির নাম ‘নিউ কিম’।

সম্প্রতি বিক্রির জন্য ‘নিউ কিম’কে নিলামে তোলা হয়েছিল। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। নিউ কিম অবশ্য ‘রেসিং পিজন’ হিসেবে পরিচিত। নিলামে বিক্রি কবুতরের ক্ষেত্রে এটি নতুন একটি রেকর্ড।

সাধারণত কবুতরগুলোকে ১০০ থেকে ১০০০ কিলোমিটার দূরত্বের কোনো স্থানে ছেড়ে দেওয়া হয়। সেখানে সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে, সেই কবুতর বিজয়ী হয়। আর এ প্রতিযোগিতায় জয়ী মালিক পান মোটা অঙ্কের অর্থ।

চীনের যে ধনাঢ্য ব্যক্তি কবুতরটি কিনেছেন তার শখ হলো রেসিং পিজন সংগ্রহ করা। চীনে সম্প্রতি পিজন রেসিং অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম স্ত্রী কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০