ঢাকা   ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

একমাত্র লবণ ছাড়া অন্যকিছুতে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা নেই: আব্দুল আউয়াল মিন্টু

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ২০, ২০২৪
  • 39 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
গত ১৮ অক্টোবর এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বিজনেস ফাইলকে বলেন, আমরাই সবাই ক্রমাগত মিথ্যা কথা বলছি। এ মিথ্যার যেন শেষ নেই। বিগত সরকার বারবার বলেছে বাংলাদেশ খাদ্যে স্বয়ম্পূর্ণ। আমার প্রশ্ন আমরা কোন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ? কোনোকিছুতেই না। চাল-ডাল-আটা, গম, সয়াবিন মাছ-সবজি কিছুতেই না। যেমন ধরেন সবজি, প্রতিটি মানুষের শরীরে প্রতিদিন ২৯০ গ্রাম সবজি প্রয়োজন। কিন্তু সবাই তা পাচ্ছে না বা গ্রহণ করছে না। প্রচুর সবজি উৎপাদন হলেও এখানে ঘাটতি রয়েছে। চাল-ডাল-আটা আমাদের আমদানি করতে হচ্ছে। স্বয়ংসম্পূর্ণ হলে তো আর আমদানির প্রয়োজন হতো না। আলু, পেয়াজ, রসুন, মসলাসহ যত নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্য আছে যা আমাদের আমদানি করতে হয় না। আমি শুধু এটুকু বলতে পারি শুধু লবণটা আমাদের আমদানি করতে হয় না। মাংস পর্যন্ত আমরা আমদানি করছি। শুধু মিথ্যা বলে বলে আমরা নিজে নিজে গর্বিত হই। এ সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মাধ্যমে জবাবদিহিতামূলক একটি নির্বাচনের ব্যবস্থা করলেই আমরা খুশি হবো।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০