বিজনেস ফাইল ডেস্ক
ইউনাইটেড ডিস্ট্রিক্টস ক্লাব লিমিটেড-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২৯ মার্চ ২০২৪) রাজধানীর মিরপুরের শুক্রবাদস্থ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম জাহাঙ্গীর কবির বাবুর সভাপতিত্বে ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-এর সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।