ঢাকা   ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সমাজসেবার উপপরিচালক আইয়ুব খানের সম্পদের উৎস কি বিসিসিএমইএ নির্বাচন উপলক্ষে চারকোল শিল্পরক্ষা ও সংস্কার পরিষদের ইশতেহার প্রকাশ বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র সিএনজি অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল তিন দিনের সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান বর্তমান সরকার কর্তৃক গৃহীত এনবিআর সংস্কার কমিটি কাজ করে চলেছে রাজধানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: ফেনীতে আহতদের তালিকা থেকে বাদ পড়লেন ৬ সাংবাদিক মানিকগঞ্জে ইসলামী কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

আসছে নতুন স্যাটেলাইট চ্যানেল ‘ইউটিভি’

নির্মল বার্তা
  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২০
  • 122 শেয়ার
utv

‘১৬ আনাই বাঙালিয়ানা’ স্লোগানকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর, ২০২০ থেকে পরীক্ষামূলক সম্প্রচারে আসছে রুপসী বাংলা মিডিয়া লিমিটেড-এর ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ বাংলা লাইফস্টাইল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘ইউটিভি’। ঢাকা, সিঙ্গাপুর, লন্ডন, অস্ট্রেলিয়া ও নিউইয়র্ক থেকে পাঁচটি আলাদা বেজ-স্টেশনের মাধ্যমে পরিচালিত হবে চ্যানেলটি।

সার্ভার, ক্যাবল ও স্যাটেলাইট এই তিনটি মাধ্যমেই থাকবে সম্প্রচার ফিড। শুরুতেই চলবে ফ্রি এয়ার ট্রান্সমিশন। ফলে সম্প্রচারের শুরুতেই বিপুলসংখ্যক দর্শক দেখতে পাবেন ইউটিভি। সর্বাধুনিক এফ এইচডি প্রযুক্তি ব্যবহার করার ফলে ট্রান্সমিশন কোয়ালিটি হবে উন্নত ও পিকচার কোয়ালিটি হবে খুব ঝকঝকে।
ঢাকা, সিঙ্গাপুর, লন্ডন, অস্ট্রেলিয়া ও নিউইয়র্কের বেশ কয়েকজন ব্যবসায়ী, পেশাদার সাংবাদিক এবং মিডিয়া হাউসের কর্ণধার রয়েছেন বিনিয়োগকারী হিসেবে। আর মূল প্রতিষ্ঠান এর পুরো অপারেশনের দায়িত্বে আছে রূপসী বাংলা মিডিয়া লিমিটেড।

প্রতিষ্ঠানটির পরিচালক এফ খান জানান, ‘ইউটিভির’ লোগোর মিক্সড কনসেপ্ট মনে করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের কথা। একতাবদ্ব সংকল্প সময়ের এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে আমাদের দেশ বিনির্মানের যে গল্প লেখা হয়েছিলো তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বেশ কিছু গবেষণাধর্মী প্রামাণ্যচিত্রের নির্মাণকাজ শুরু হয়েছে ইতোমধ্যেই।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার সম্প্রচারে থাকবে নাটক, সিনেমা, টকশো, লাইভ ইভেন্ট, রিয়্যালিটি শো, সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান। তবে দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশীদের সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই হবে এই চ্যানেলের মূল লক্ষ্য।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০