বিজনেস ফাইল প্রতিবেদক
পুঁজিবাজারসহ আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি ব্যাংকের অবস্থা খারাপ হলেও ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে। কোনো ব্যাংক বন্ধ করা হবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, গ্রাহকদের আমানত সুরক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার।
তিনি বলেন, আর্থিক খাতের চ্যালেঞ্জ খুব ভয়াবহ। বিগত সরকারের আমলে ব্যাংক, পুঁজিবাজারসহ আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। সেগুলো সংশোধনের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেয়া যায় সে বিষয়টি বিবেচনায় রয়েছে সরকারের। বাজারে নতুন কোম্পানি আনার চেষ্টা চলছে। কারসাজি বন্ধেও কাজ করছে সরকার।
কলকারখানা বন্ধ থাকার পরও শেয়ারবাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানোর সমালোচনা করেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আর্থিকখাতে সরকার এমন সংষ্কার করতে চায় যাতে করে পরবর্তীতে অর্থ পাচার, টাকা চুরি, ব্যাংকের টাকা তসরুফ করতে ভয় পায় ।