ঢাকা   ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

আবাসন শিল্পে অবদানস্বরূপ নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেলেন ইমদাদুল হক সবুজ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
  • 123 শেয়ার

বিজনেস ফাইল ডেস্ক
আবাসন শিল্পে অসামান্য অবদান রাখায় নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেলেন হক হোমস এন্ড বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমদাদুল হক সবুজ।
নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন (এনবিএফএ) গত ২৯ নভেম্বর বিকেলে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে দুই বন্ধুপ্রতিম দেশের পর্যটন ব্যবসা এগিয়ে নিতে বাংলাদেশ নেপাল এলায়েন্স গঠন করে।
এনবিএফএ এই বিষয়ে একটি যুগান্তকারী আলোচনা এবং নেপাল ও বাংলাদেশের স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে তিনি এ সম্মাননা লাভ করেন।
নেপাল এক্সিভিশন ন্যাশনাল নিউজ এজেন্সি হলে মর্যাদাপূর্ণ ‘Nepal International Excellence Award-2024’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় দেশের বিশেষ অতিথিবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. নারায়ন খারকা (মেম্বার অব দ্যা হাউস রিপ্রেজেন্টেটিভ অফ নেপাল), ড: ভোলা রিজাল (বীর মুক্তিযোদ্ধা), মোহন বাহাদুর বাসনেত (সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী) ও নেপাল চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।
‘Nepal International Excellence Award-2024’ এবং “Tourism Development, business Promote program” শীর্ষক এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত দুই দেশের নেতৃবৃন্দ পর্যটন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং পর্যটন ব্যবসা এগিয়ে নিতে নেপাল বাংলাদেশ অ্যালায়েন্স গঠন করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০