ঢাকা   ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা কিশোরগঞ্জে প্রাথমিকের অধিকাংশ শ্রেণীর শিক্ষার্থীরা বই না পেয়ে হতাশায় ভালুকায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (সোমবার, ২০ জানুয়ারি ২০২৫) রুহুল কবির রিজভী আহমেদ-এর সাথে ভালুকা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ নবীনগরে নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত বাজিতপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কটিয়াদীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জামায়াতের ছাগল বিতরণ কটিয়াদীতে আচমিতা ইউনিয়ন বিএনপির বর্তমান ও সাবেক সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন

আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
  • 7 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার সমিতির সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম শাহজাহান, সভাপতি আজিমপুর গণপূর্ত বিভাগ ঠিকাদার সমিতি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ার, সাধারণ সম্পাদক, আজিমপুর গণপূর্ত ঠিকাদার সমিতি।
বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি রাজু হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শাহিন রেজা শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক, শফিকুল আলম রিপন, সাংগঠনিক সম্পাদক, এস এম রাসেল। সাংগঠনিক সম্পাদক সহ উক্ত সংগঠনের সকল ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতেই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, স্বৈরাচারী নির্যাতনের কিংবদন্তি অসুস্থ ঠিকাদার মীর আশরাফ আলী আজম সাহেবের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান তার বক্তব্যে জানান, ৬ই আগস্ট স্বৈরাচার পতন কেন্দ্রিক আমারা স্থানীয় ঠিকাদার ও ছাত্র-জনতা সমন্বয়ে আজিমপুর গণপূর্ত বিভাগের সকল সম্পত্তি ও সম্পদ সহ জানমাল রক্ষার ব্যাপক ভূমিকা রেখেছি।আমরা সব সময় চাইবো আজিমপুর গণপুর্ত বিভাগ যেন সুষ্ঠু ব্যবসায়ী পরিবেশ বজায় থাকে।
অনুষ্ঠানের সঞ্চালক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক তার বক্তব্যে সাধারণ ঠিকাদাদের যাবতীয় প্রতিবন্ধকতা তুলে ধরেন, সেই সাথে নির্বাহী প্রকৌশলী মহোদয়ের দপ্তরে কোথাও ঠিকাদারদের বসার জন্য একটি অফিস বা ঠিকাদার সমিতি কার্যালয়ের প্রয়েজনীয়তা উত্থাপন করেন।
মত বিনিময় সভায় অতিথি হিসেবে গণপূর্ত ঠিকাদার সমিতির কেন্দ্রীয় কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. ডি পল্টু উপস্থিত ছিলেন।
আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিম তার সমাপনী বক্তব্যে ঠিকাদারদের সকল দাবির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সহ প্রকৌশলী ও ঠিকাদারদের ঐক্যমতের ভিত্তিক উন্নয়ন কাজ এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও একাত্মতা প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০