ঢাকা   ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুমকি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার

আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
  • 62 শেয়ার

ইউসুফ আল আজিজ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা-২০২৫ আগামী ১৮ জানুয়ারি শুরু হচ্ছে। ৩৪তম এ লোকজ মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।
গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম । তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী এ মেলা পালন করা হবে। আগামী ১৮ জানুয়ারি উদ্বোধনের পর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১ মাস চলবে এ মেলা। আগামী ১৮ জানুয়ারি শনিবার এ মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সভায় জানানো হয়, এবার মেলা উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা, স্টল বরাদ্দ, সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী দিয়ে গান পরিবেশন,পুতুল নাচ, বায়স্কোব, নাগরদোলা, গ্রামীণ খেলা,বাহারী পণ্য সামগ্রী,বিভিন্ন অঞ্চল থেকে হাতের তৈরি নকশী কাঁথা, জামদানী শাড়ি,বেত ও বাশের তৈরি জিনিসপত্র, ঐতিহ্যবাহী বিভিন্ন এলাকার হরেক রকমের মিষ্টি-দইসহ মোট ১০০ টি স্টল সাজিয়েছেন মেলা উদযাপন কমিটি।
ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে ফাউন্ডেশনের সভাকক্ষে এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার ভূমি মন্জুরুল মোর্শেদ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল আসিফ ইমাম, টুরিস্ট পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন, ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম আজাদ সরকার, সংরক্ষণ কর্মকর্তা নাসিম ইসলাম অভি, সোনারগাঁও থানার ওসি তদন্ত রাশেদ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ সহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০