ঢাকা   ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষ চার দল

নির্মল বার্তা
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ১, ২০২০
  • 130 শেয়ার
আইপিএল

আইপিএলের ৫২তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচে বিরাট কোহলিদের ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে ডেভিড ওয়ার্নারের দল।

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করা ব্যাঙ্গালুরু প্রতিপক্ষ বোলারদের তোপে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৩১ বলে ৩২ রান করেন জস ফিলিপ। এছাড়া মন্থর ব্যাটিংয়ে ২৪ বলে ২৪ রান করেন এবি ডি ভিলিয়ার্স।

হায়দ্রাবাদের হয়ে সন্দীপ শর্মা ও জেসন হোল্ডার ২টি করে উইকেট নেন। আর টি নটরজান, শাহবাজ নাদিম ও রশিদ খান একটি করে উইকেট দখল করেন।

১২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ঋদ্ধিমান শাহার ৩২ বলে ৩৯ এবং মনিশ পান্ডে ও হোল্ডারের (অপরাজিত) সমান ২৬ রানে ভর করে জয়ের বন্দেরে পৌঁছে যায় হায়দ্রাবাদ।

দারুণ বল করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান সন্দীপ শর্মা।

আসরে ১৩ ম্যাচে ৬ জয় ও ৭ হারে ১২ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো হায়দ্রাবাদ। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স। সমান ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ব্যাঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০