বিজনেস ফাইল প্রতিবেদক:
নিউইয়র্কের (যুক্তরাষ্ট্র) জামাইকার ইয়র্ক কলেজ হলের অডিটোরিয়ামে আগামী ৩১ অক্টোবর ২০২১ অনুষ্ঠিত হবে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড ২০২০’। ২০১৬ সালের পর থেকে প্রতিবছরই এ অনুষ্ঠানটি আয়োজন করে থাকেন আমেরিকা প্রবাসী আজগর হোসেন খান বাবু।
এতে চলচ্চিত্র নায়ক ওমর সানী, চলচ্চিত্র নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শাহনূর, সানিয়া জারাসহ আরো অনেকে মাইকেল বাবুর তত্ত্বাবধানে পারফর্ম করবেন। কণ্ঠশিল্পী এসডি রুবেল, নকশী তাবাসুম, মহুয়া লিপি গান পরিবেশন করবেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ) সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক অভি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিসিআরএ) সাধারণ সম্পাদক দুলাল খান দুলাল খান।
বাংলা চলচ্চিত্রকে যারা বিশ্বব্যাপী ছড়িতে দিতে এবং এই অনুষ্ঠানের স্পন্সর হিসেবে এগিয়ে এসেছেন এরমধ্যে এসিআই লিমিটেড, ই-ওরেঞ্জ, রিচ লিফট কোঃ, তৃষা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, তাসনিয়া ফিল্ম লিঃ প্রভৃতি।
বিএনএস-এর তত্ত্বাবধানে আজগর হোসেন খান বাবুর সার্বিক পরিকল্পনায়, শোর আমেরিকায় কনফার্ম হচ্ছে। আর বাংলাদেশে অনুষ্ঠানটি চীফ কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র নির্মাতা ও বঙ্গবন্ধু গবেষক রফিকুল ইসলাম বুলবুল।