২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৮৫ জনের প্রাণহানি

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১

বিজনেস ফাইল ডেস্ক:

২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৮৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১৬ হাজার ১৮৯ জন। এ ছাড়া একই সময়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮,৭৭২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।

আজ শনিবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫,৭৫৫ জন। আর এ পর্যন্ত সুস্থ হলেন ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।

এর আগে গতকাল শুক্রবার করোনায় ২১২ জনের মৃত্যু হয়, যা ছিল দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সেদিন করোনা শনাক্ত হয় ১১ হাজার ৩২৪ জনের।