ঢাকা   ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

২০১৯ সালে বাংলাদেশে ৮ হাজার কোটি সিগারেট বিক্রি!

নির্মল বার্তা
  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০
  • 219 শেয়ার
সিগারেট

বাংলাদেশে ২০১৯ সালে ৮ হাজার ৩৫০ কোটি সিগারেট বিক্রি হয়েছে। এর মধ্যে ৯৭ শতাংশ বিক্রি হয়েছে খুচরা ক্রেতাদের কাছে। বাকিগুলো বিক্রি হয়েছে অবৈধভাবে। দ্য ফাউন্ডেশন ফর অ্যা স্মোক-ফ্রি ওয়ার্ল্ড-এর জরিপ ‘টোবাকো ট্রান্সফরমেশন ইনডেক্স-২০২০’এ এসব তথ্য জানানো হয়েছে।

৩৬ দেশের মধ্যে বাংলাদেশের খুচরা বাজারে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সিগারেট বিক্রি হয়েছে গত বছর। চীনে সব থেকে বেশি, ৮ হাজার ৭৫০ কোটি। তালিকায় দ্বিতীয় ব্রাজিল, রাশিয়া তৃতীয়।

র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান এবং ভারতও ছিল। তবে এই দুই দেশের থেকে বাংলাদেশিরা খুচরা বাজার থেকে প্রায় তিনগুণ বেশি সিগারেট কিনেছেন।

গত বছর পাকিস্তানে ২৮০ কোটির মতো সিগারেট বিক্রি হয়েছে। বাংলাদেশ-চীনে এত সিগারেট বিক্রি হওয়ার পিছনে অবৈধভাবে বিক্রির সুযোগকে দায়ী করা হয়েছে।

এই জরিপে বিশ্বের শীর্ষস্থানীয় সিগারেট কোম্পানির বাণিজ্যিক ধরন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ১৫টি কোম্পানির মধ্যে হাতেগোনা কয়েকটি বিভিন্ন দেশের সরকারের নীতিমালা অনুসরণ করছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০