ঢাকা   ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

১৬ নভেম্বর ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে কমলাপুরে খাদ্য বিতরণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, নভেম্বর ১১, ২০২৪
  • 98 শেয়ার

নিজস্ব প্রতিনিধি
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন- এর উদ্যোগে অসহায়দের জন্য খাদ্য বিতরণ সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, জেলা ৩১৫ বি৩ আগামী ১৬ নভেম্বর, শনিবার বিকেলে কমলাপুর রেল স্টেশনে একটি বিশেষ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হবে।

এই মহৎ উদ্যোগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা গভর্ণর সাব্বির মোহাম্মদ সায়েম। আরও উপস্থিত থাকবেন সাবেক জেলা গভর্ণর ফারহানা নাজ সুদা, প্রথম জেলা গভর্ণর লায়ন শাহ আবু রুশ আল মুনির, ২য় জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার ফেরদাউস হাসান বানীসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন রিপন তরফদার নিয়াম এবং সহযোগিতায় থাকবেন প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও ক্লাব সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়ন রাহাত মুসলেমিন।

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের লক্ষ্য। এতে যেমন সুবিধাবঞ্চিত মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি আসবে, তেমনি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে মানবিক কার্যক্রমটি সফল হবে বলে তাদের আশা।

এই ধরনের সেবামূলক উদ্যোগ সমাজে সুশৃঙ্খল পরিবর্তন আনতে এবং দুঃস্থ মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করেন আয়োজকরা।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০