স্বাস্থ্যের নথি গায়েব: ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১

বিজনেস ফাইল ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রণালয়ের ১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় মোট ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাদ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার সন্ধ্যায় সিআইডি’র মুখপাত্র ও অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭টি গুরুত্বপূর্ণ নথি চুরির ঘটনায় মন্ত্রণালয়ের ১১ জন কর্মচারী ও একজন ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর মধ্যে আজ মঙ্গলবার অহিদ খান, সেলিম ও হাবিব নামের মন্ত্রণালয়ের তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তাদের মধ্যে অহিদ খান মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা।

জিজ্ঞাসাবাদ করা হয়েছে ঠিকাদার নাসিমুল গণিকে

এর আগে গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ থেকে ১৭টি নথি গায়েবের ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মন্ত্রণালয়।

জানা গেছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ হোসাইনের কক্ষের লাগোয়া ঘর থেকে নথিগুলো খোয়া যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশের ক্রাইম সিন ইউনিট সচিবালয়ে যায়। গত রবিবার সিআইডি ও শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় তারা ১১ জনের আঙুলের ছাপ সংগ্রহ করে এবং ছয়জনকে নিজেদের জিম্মায় নেয়।

এদিকে নথি চুরির ঘটনায় অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) শাহ্ আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি কাজ করছে।