ঢাকা   ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ : চাঁদাবাজি বন্ধ, কারখানায় নিরাপত্তা চায় এফবিসিসিআই

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, আগস্ট ১৮, ২০২৪
  • 94 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

শনিবার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় উপদেষ্টার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এফবিসিসিআই সভাপতি দেশের ব্যবসা-বাণিজ্য গতিশীল করা, সাপ্লাই চেইন সচল রাখা, বন্দর ও মহাসড়ক সচল রাখা, সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ, শিল্প কারখানায় নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম নিয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন এবং সহযোগিতা কামনা করেন।

এসময় দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ব্যবসায়ীসহ জনগণের জানমালের নিরাপত্তায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

শিগগিরই বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে বলে জানান মাহবুবুল আলম।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০