স্বপ্নের পদ্মা সেতু

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২

বিজয় কর

দেশরত্ন শেখ হাসিনার চ্যালেঞ্জ,
অভিনন্দন বাংলাদেশ,
অভিনন্দন শেখ হাসিনা
বিশ্ববাসী বলে।
দুর্নীতি নয় উন্নয়ন
পদ্মাসেতু মানে,
অবাক চোখে চেয়ে দেখো
বাংলাদেশ পানে।
অনেক বাধা অনেক ধাঁধাঁ বাংলাদেশ দেখে
বাধা পেরিয়ে সফল হতে বাংলাদেশ জানে।
বাঙালি জাতি বীরের জাতি
বিশ্ববাসী জানে।
ইতিহাসে তার রয়েছে প্রমাণ
সবাই দেখতে পারে।
বায়ান্নর ভাষা আন্দোলনে পাকিস্তান কাঁপে
সালাম-বরকত-রফিক- জব্বার দীপ্তসুখে হাসে।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মোরা ভাই ভাই
হাজার বছরের ঐতিহ্যে সেটাই দেখতে পাই।
সকল ভেদাভেদ ভুলে গড়বো মোরা ঐক্য
তাহলেই পূর্ণ হবে উন্নয়নের লক্ষ্য।
সুখ শান্তি ছড়িয়ে দেব
বাংলার প্রতি ঘরে,
থাকবে নাকো হিংসা বিদ্বেষ
সোনার বাংলা হবে।
শিক্ষার আলো ছড়িয়ে দেব
প্রতি ঘরে ঘরে,
দূর হবে অন্ধকার
জ্ঞানীরা তাই বলে।
বাংলাদেশ এগিয়ে যাবে
মানবে নাকো বাধা,
বিশ্ববাসী দেখবে চেয়ে
ধন্যহব মোরা।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
জয় মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বমানবতার মা
দেশররত্ন শেখ হাসিনা।
লেখক: কবি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক।