সোনার অঙ্গে সোনার ফুল

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

সাহিত্য ডেস্ক :

লিওয়াজা আক্তার

সোনার অঙ্গে ফুটেছে কি সোনার ফুল
ফুলের সুবাস নেব, কিনে দেব নাকফুল,
যদি বিনিময় হয় দুটি অঙ্গের যৌবনফুল
ডুবে যেতে চাই, মরে যেতে চাই, না পেয়ে কূল।

ভাবতে চাই না একটিবারও হলো কি ভুল
ফুলের নদীতে সোনার ফুলে হয়ে যাবো মশগুল,
ও আমার প্রেমনদী ঢেউকন্যা প্রেমের ফুল
সবটুকু উজাড় করে দিতে একটুও করোনা ভুল।

প্রেম বিনে কি সার্থক হয় মিলনের মূল
সোনার অঙ্গে সোনার ফুল মধু তুলতুল।
নিত্য নিবো নিত্য চাবো চুল-মূল
প্রেম নদীতে যৌবন ধ্বনি কুলকুল।

প্রেম যৌবন সে-ই যে আসল
প্রেম বিনে বাকি সবই যে নকল।