সোনারগাঁয়ে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২৩ জুন) সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও যুগ্ম-আহবায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ-আল-কায়সার হাসনাতের নেতৃত্বে উদ্ধবগঞ্জস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী উপজেলা চত্বরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে। পরে সোনারগাঁ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ-আল-কায়সার হাসনাত, যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ও নূরে আলম খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, কেন্দ্রীয় নেত্রী নাসরিন সুলতানা ঝরা, উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, লায়ন মাহাবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দিন আহম্মেদ প্রমুখ।