সীতাকুন্ডে মাদাম বিবির হাট শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার চারতলা নতুন ভবন উদ্বোধন

সাজ্জাদ আলম, চট্টগ্রাম ব্যুরো প্রধান:
সীতাকুণ্ড মাদাম বিবির হাট শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চারতলা নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নাজিম উদ্দিন,
মাদামবিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আলহাজ্ব মোহাম্মদ আলম, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল আজম জসিম, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মিডিয়া ক্লাব লিমিটেডর পরিচালক কাজী শেলী।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আব্দুল করিম, অভিভাবক সদস্য, সভাপতিত্ব করেন আব্দুর রহমান, মাদামবিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাদামবিবির হাট শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আব্দুর রহমান।