সীতাকুণ্ড থেকে জাহাঙ্গীর আরিফ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীর চুরিকাঘাতে দৈনিক ঢাকা টাইমস সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক অশোক দাশ (৩৬)গুরুত্বভাবে আহত হয়েছে। রোববার ১৯ সেপ্টেম্বর দুপুর উপজেলার পৌর সদরে উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত অশোক দাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থা আছে।
আহত সাংবাদিক অশোক দাশ জানান, সন্ত্রাসী কামরুল ও তার ৮ – ১০ জন অনুসারী সন্ত্রাসী নিয়ে আমাদের দোকান দখল করতে আসে। এ সময় সন্ত্রাসী কামরুল ও তার অনুসারীদের দোকানে প্রবেশে বাঁধা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে আমার ওপর অতর্কিত ছুরিকাঘাত করে। হামলাকালে আমার আত্মচিৎকারে আমাদের কাকিমা রত্না দাশ ছুটে এলে সন্ত্রাসীরা তাকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। হামলায় এক পর্যায়ে আশে পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনা জড়িত বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে ও জানান তিনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, সাংবাদিকের ওপর হামলা বিষয়টি বাজার কমিটির মাধ্যমে আমি জানতে পেরেছি । এ ব্যাপারে আহত সাংবাদিক বাদী হয়ে মামলা দায়ের করলে। জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।