ঢাকা   ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০২৫ ঘোষণা এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এমপিও পদে স্থানান্তরের জন্য সংবাদ সম্মেলন দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪) গাজীপুরে ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার এস আলমের অর্থ কেলেঙ্কারি: ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব ‘মার্কিন নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই’ ট্রাম্প সমর্থকরা ছুটছেন মার-আ-লাগোয় ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার বাজিতপুরে মিথ্যা মামলা ও মানববন্ধনে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৪, ২০২৪
  • 332 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এসোসিয়েশনের ১৬তম বার্ষিক সাধারণ সভায় বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেন। গত ২রা মার্চ ঢাকা ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। নতুন সভাপতি পদে মনোরঞ্জন ভক্ত, জ্যেষ্ঠ সহ-সভাপতি নজিব আহম্মেদ ও মহাসচিব পদে ফারহান নূর নির্বাচিত হয়েছেন। গত ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন-সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, আমিরুজ্জামান চৌধুরী, সফিউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আব্দুল কাইয়ুম খান, যুগ্ম মহাসচিব তানভীর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ আল মামুন ভূইয়া, যুগ্ম অর্থ সম্পাদক হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইমরান চিশতী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. মো. ওয়াসিউল হুদা, দপ্তর ও প্রচার সম্পাদক হুমায়ুন আহমেদ, যুগ্ম দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল কাফী।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে মো. হেলাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি, এফবিসিসিআই, তপন কুমার মজুমদার, পরিচালক, এফবিসিসিআই এবং মো. আমির হোসেন নূরানী, পরিচালক, এফবিসিসিআই। নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইসহাকূল হোসেন সুইট, পরিচালক, এফবিসিসিআই।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০