ঢাকা   ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সিরামিক শিল্প রক্ষায় জ্বালানি গ্যাসের দাম না বাড়ানোর দাবি সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমান্ডে সরস্বতী পূজা আজ ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৩ ফ্লাইট গেল কলকাতায় কুমারখালীতে বিনামূল্যে চিকিৎসা ও মোবাইল থেরাপি ক্যাম্প অনুষ্ঠিত গত ১৫ বছরে সব ক্ষেত্রে মিথ্যা পরিসংখ্যান দেয়া হয়েছে: বাণিজ্য উপদেষ্টা হোসেনপুরে ১৭ ফেব্রুয়ারি বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. তানিম ও ডা. মিরা বিএনপির জনসভাকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে নেতাকর্মীদের মাঠ পরিদর্শন গাউসুল আজম মার্কেটের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন

সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমান্ডে

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
  • 18 শেয়ার

বিজনেস ফাইল ডেস্ক
বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনিসহ ৬ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপর আসামিরা হলেন—সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ২৫ সেপ্টেম্বর এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ২০ জুলাই বিকেল ৩টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের সামনে আসা মাত্রই আসামিরা গুলি চালায়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। এ ঘটনায় ১৭৯ জনকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০