ঢাকা   ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
‘ধর্ষণ’ নিয়ে বক্তব্যের জন্য অবশেষে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ এফবিসিসিআইয়ের সাধারণ ভোটাররা চাইলে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত আছি আবরার ফাহাদ হত্যা মামলা : ২০ আসামিরই মৃত্যুদণ্ড বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কৃষি সেক্টর ফ্যাসিস্টের দোসরমুক্ত করে উন্নয়ন অব্যাহত রাখার দাবিতে সংবাদ সম্মেলন কুমারখালী উপজেলা সমিতির ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএন হাউস উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব রাজশাহীতে পূত্র বধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার হাসপাতালের কৃত্তিম বুদ্ধিমত্তার প্রভাব; চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লব দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫)

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
  • 31 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাতে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের সোপর্দ করা হবে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পরে ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর গুরুতর অভিযোগের ভিত্তিতে মো. জাহাঙ্গীর আলম বুলবুলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

উল্লেখ্য, মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০