সাকিব দলের গভীরতা বাড়িয়েছে: মরগান

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১

স্পোর্টস ডেস্ক:

কলকাতার একাদশে ফিরলেন সাকিব আল হাসান, দলকেও জয়ের ধারায় ফেরাতে অবদান রেখেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশি সমর্থকদেরও দীর্ঘ অপেক্ষার অবসান হলো। তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগান।
গতকাল রবিবার (৩ অক্টোবর) টানা ৯ ম্যাচ সাইডবেঞ্চে বসে থাকার পর কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ পেয়েছেন সাকিব। আইপিএলের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের জয়ে দারুণ অবদান রাখেন তিনি। তাই ম্যাচ শেষে বাংলাদেশি তারকাকে ‘লাক্সারি’ হিসেবে আখ্যায়িত করেছেন কলকাতার ইংলিশ অধিনায়ক।