বেলাব প্রতিনিধি:
নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের টঙ্গীরটেক মোড়ে টঙ্গীরটেক সমবায় সমিতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে এ সমিতির কর্মকর্তারা গ্রাহকদের কাছ থেকে প্রতিদিনই কিস্তি আদায় করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তারেক সরকার ও আবুল হোসেন নামে দুজন। অভিযোগে তারা জানান, টঙ্গীরটেক সমবায় সমিতির সভাপতি আতিকুর রহমান কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই লকডাউনেও কিস্তি আদায় করছে।
ভুক্তভোগী সুমন ও কাসেম জানান, লকডাউনে আমাদের অবস্হা খুব খারাপ হলেও সমিতির কর্মকর্তারা প্রতিদিনই কিস্তি আদায়ের নামে আমাদেরকে হয়রানি করছে। সরকার ঘোষিত লকডাউনের কথা বললে সমিতির কর্মকর্তারা বলে আমাদের এসব বলে কোন লাভ নেই। আমাদের টাকা প্রতিদিনই দিতে হবে। আমরা এদের অত্যাচার সহ্য করেই বেঁচে আছি। আমরা এর প্রতিকার চাই।
স্হানীয়রা জানান, বিগত ৪ বছর পূর্বে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে নামসর্বস্ব প্রতিষ্ঠান টঙ্গীরটেক সমবায় সমিতির সাইনবোর্ড দেখতে পেয়ে এলাকাবাসী অবাক হয়। পরে জানতে পারে, চট্টগ্রাম কেন্দ্রিক এনজিও ওসেপের নির্বাহী পরিচালক জসিম উদ্দিনের মৃত্যুর পরে আতিকসহ অনন্যরা ব্যাপক লুটপাট করে রাতের আধারে চলে আসে। ওসেপের অর্থ দিয়ে আতিক টঙ্গীরটেক মোড়ে সমিতি গড়ে তোলে। সমিতি গঠন করার ফলে আতিক রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। নামে বেনামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে।
প্রকাশ না করার শর্তে টঙ্গীরটেক মোড়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও স্হানীয় আওয়ামী লীগ নেতা জানান, রাতভর তার অফিসে মানুষের আনাগোনা সন্দেহের সৃষ্টি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্হা নিরপেক্ষ তদন্ত করলেই আমার বিশ্বাস সঠিক তথ্য বের হয়ে আসবে।
অভিযোগকারী তারেক সরকার বলেন, প্রতিটা মানুষ আতিকের অসৎ আয়ের ব্যাপারে জানে, তার ভয়ে কেউ মুখ খুলেনা।
এ ব্যাপারে জানতে চাইলে সমিতির সভাপতি আতিকের নম্বরে কল দিলেও রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালেও কোন জবাব দেননি। সমিতির সাধারণ সম্পাদক দিনার হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ সব মিথ্যা ও বানোয়াট। আমাদের ব্যবসায়িক সাফল্যে ঈশ্বান্বিত হয়ে সবাই আমাদের নামে এসব করছে।